নোয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, আরও ৮ আসামি রিমান্ডে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৮ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি ইলিয়াস ও মনির হোসেন হৃদয়কে ৪ দিন, বেলালকে ৩ দিন, নুর মোহাম্মদ, হুমায়ুন কবির, সুজন ও কামাল হোসেনকে ২ দিন করে এবং বেলাল হোসেন সুমনকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য, কুমিল্লার ঘটনার জের ধরে ১৫ অক্টোবর বেগমগঞ্জের বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় ২৬ মামলায় ২০৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ৬ আসামি হামলায় নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এর আগে ২৬ অক্টোবর দুপুরে তিন আসামিকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।