নোয়াখালীর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেয়া হবেঃ নাছিম

নোয়াখালীর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বুধবার (১০ মার্চ) সকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুযোগ কারও নেই। দলীয় ভাবমূর্তি রক্ষা করার জন্য দলের গঠনতন্ত্র অনুসারে ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। যেকোনো পর্যায়ের নেতার জন্য আছে। দলের ইমেজ ঐক্য নষ্টের ক্ষেত্রে যদি কেউ কোথাও বিছিন্নভাবে কাজ করে তার বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে।

সম্প্রতি নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করে কোম্পানিগঞ্জে।

গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানিগঞ্জের চাপরাশির হাট পূর্ব বাজারে আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্থানীয় এক সাংবাদিক নিহতের ঘটনায় সারাদেশে বিষয়টি নিয়ে সমালোচনা হয়। এরপর থেকে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে ওঠে বসুরহাট পৌর এলাকা। মঙ্গলবারও দুপক্ষের সংঘর্ষে একজন নিহতসহ অর্ধশত আহত হয়েছেন। একের পর এক হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।