ন্যাটোর সমর্থনে সব সময় অটল থাকবে যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ন্যাটোর সমর্থনে সব সময় অটল থাকবে যুক্তরাষ্ট্রে।

জার্মানির মিউনিখে নিরাপত্তাবিষয়ক এক শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতাদের উদ্দেশে এ কথা বলেন পেন্স।

বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষে এই প্রথম উল্লেখযোগ্য পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে গিয়ে পেন্স বলেন, ‘যুক্তরাষ্ট্র আজ এবং প্রতিদিন ইউরোপের সঙ্গে থাকবে।’

সম্মেলনে ইউরোপীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘তবে ন্যায্য প্রতিরক্ষা ব্যয় নির্বাহে তারা ব্যর্থ হয়েছে।’ পেন্স আরো বলেন, ‘এই ব্যর্থতা আমাদের সম্পর্কের ভিত্তি ফিকে করে দিচ্ছে।’

মাইক পেন্স উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর সদস্যদের মধ্যে মাত্র চারটি দেশ তাদের জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষাখাতে ব্যয় করছে। ২০১৪ সালে ন্যাটোর সব সদস্য দেশ প্রতিশ্রুতি দেয়, তারা তাদের জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষায় ব্যয় করবে। তিনি বলেন, ‘আরো কিছু করার সময় এসেছে।’

নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র তার ন্যাটো সহযোগীদের সুরক্ষায় প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে না, কারণ তারা প্রতিশ্রুত অর্থ দেয় না।