নয়জন শিশুকে আটক ঘটনায় হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক : নয়জন অসহায় শিশুকে আটক ও সংশোধনাগারে পাঠানো কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।

নয় শিশুকে আটকের ক্ষেত্রে শিশু আইন ২০১৩ এর ১৩, ১৪, ৪৪ এবং ৫২ ধারা আইনগত সহায়তা প্রদান আইনের ৯ এবং ১১ ধারা মোহাম্মদপুর থানা পুলিশের লংঘন কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সিএমএম কোর্ট, পুলিশের আইজি, ডিএমপি কমিশনারসহ আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ব্যারিস্টার আব্দুল হালিম জানান, গত ২৭ মে একটি জাতীয় দৈনিকে ‘ওরা ক্ষুধার্ত ওরা নির্যাতিত’ নামে নয়জন অসহায় শিশুকে আটক করে আদালতে উপস্থাপনের বিষয়টি প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সিসিবি ফাউন্ডেশন বিবাদীদের প্রতি আইনি নোটিশ পাঠায়।

নির্ধারিত সময়ের মধ্যে আইনি নোটিশের কোনো জবাব না দেওয়ায় সিসিবি ফাউন্ডেশন হাইকোর্টে রিট দায়ের করে। রোববার সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন।