পদ্মার ভাঙনে বিলীন মুন্সীগঞ্জের ৯ গ্রাম

পদ্মার ভাঙনে বিলীন মুন্সীগঞ্জের ৯ গ্রাম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার ভাঙন থামছেই না। এরইমধ্যে নয়টি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। বিলীন হওয়ার পথে আরও দুটি গ্রাম। পদ্মার থাবার মুখে পড়েছে জনপ্রিয় পদ্মা রিসোর্ট। দেশ বিদেশে ছড়িয়ে পড়া সৌন্দর্যের অহংকার এখন পদ্মার থাবার মুখে রিসোর্টি। ১৬টি কটেজের মধ্য ১০টি কটেজই ক্ষত বিক্ষত।

রিসোর্টের ম্যানেজার জানান, এখনকার পরিবেশ ছিলো নয়নাভিরাম। কিন্তু ভাঙনে এখন সব নিঃশেষ।

পানির নিচে থাকা জমিজমা বাড়িঘর একের পর এক বিলীন হচ্ছে। নদী ভাঙা মানুষগুলো পড়ছে চরম দুর্ভোগে ।

ভাঙন কবলিত মানুষরা জানান, থাকতে অসুবিধা। আমাদের ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

পদ্মায় হারিয়ে যাওয়া ব্রাম্মনগাঁও, দুয়াল্লি, কলিকাল ও সাইনহাটির মত নিশ্চিহ্ন হয়ে গেছে রাউৎগাঁও, সংগ্রামবীর, পাইকারা, গাঁওপাড়াও ঝাউটিয়া গ্রাম। তবে পুনর্বাসনের চেষ্টা চলছে।

মুন্সীগঞ্জের লৌহজংয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির বলেন, ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে; তাদেরকে ইতিমধ্যে পুর্নবাসন করা হয়েছে।

উত্তর দিঘলী-বড় নওপাড়া ছোট হয়ে আসছে। একেবারে বলীন হওয়ার পথে ভোজগাঁও গ্রাম।