পদ্মায় সচল থাকবে ফেরি: নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু চালুর পরও শিমুলিয়ায় পণ্যবাহী যানবাহনের জন্য সচল থাকবে ফেরিঘাট। কেউ বেকার হবেন না।

শনিবার (১১ জুন) মাদারীপুরের শিবচরে জনসভাস্থল ও মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শনে গিয়ে এসব কথা জানান তিনি।

আগামী ২৫ জুন খুলে যাচ্ছে পদ্মা সেতু। সেতুর উদ্বোধনী আয়োজন হবে জাঁকজমকপূর্ণ। তারই প্রস্তুতি দেখতে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়িতে জনসভাস্থল পরিদর্শনে যান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী। সঙ্গে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ।

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট পরদর্শন করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু চালুর পরেও শিমুলিয়ায় পণ্যবাহী যানের জন্য ফেরিঘাটের চাহিদা থাকবে, তাই সচল থাকবে ঘাট। এ ফেরি সার্ভিসের চাহিদা আছে তাই আপাতত ফেরি সার্ভিসের চলাচল অব্যাহত থাকবে। এ বছর আমরা ১২টি ফেরি পেতে যাচ্ছি। আমরা এ সেবাগুলো প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেব এখন।

মন্ত্রীর এমন ঘোষণায় খুশি ঘাটের কর্মজীবী মানুষ।

এসময় চিফ হুইপ জানান, বাংলাদেশের ৫০ বছরে ইতিহাসে সবচেয়ে বড় উৎসবমুখর অনুষ্ঠান হবে পদ্মা সেতুর উদ্বোধনের দিন। সারা দক্ষিণ বঙ্গের মানুষ এখানে আসবে। তাদের যেন কোনো কষ্ট না হয়, তারা যেন ভালোভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনতে পারে তার সব রকমের সুযোগ সুবিধা আমরা করে দেব।