পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক : পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলের আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে এ মিছিল শুরু হয়।

মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্টরা জানান, শত শত মানুষ ‘হায় হোসেন-হায় হোসেন’ মাতমে এই শোক মিছিলে শরিক হন। এ ছাড়া মোহাম্মদপুর, মিরপুর, বকশিবাজার, লালবাগ, পল্টন ও মগবাজার থেকেও তাজিয়া মিছিল বের হয়। মোহাম্মদপুরে তাজিয়া মিছিল শুরু হয় দুপুর ১টায়। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘মিছিলের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’

বাংলাদেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে আশুরা। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।