পবিত্র ঈদুল ফিতরে জাতীয় ঈদগাহে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরে জাতীয় ঈদগাহে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব প্রবেশমুখে আর্চওয়ে থাকবে। পুরো এলাকা সিসি টিভি ক্যামেরার আওতায় থাকবে। অর্ধ কিলোমিটার এলাকার বাইরে গাড়ি পার্ক করতে হবে।

নিরাপত্তার স্বার্থেই জাতীয় ঈদগাহ ময়দানে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে না আসার অনুরোধ করেন তিনি। এর আগে গতকাল র‌্যাবের মহাপরিচালকও ঈদের দিন জায়নামাজ ছাড়া অন্য কিছু ঈদগাহে না আনতে পরামর্শ দেন।