পরাজয়ের বৃত্ত ছেড়ে, এসো স্বপ্নের পথে লড়ি

জবি প্রতিনিধি : ‘পরাজয়ের বৃত্ত ছেড়ে, এসো স্বপ্নের পথে লড়ি’ এই স্লোগানকে সামনে রেখে উদীচী শিল্পীগোষ্ঠী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের শুরু হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উদীচীকে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা ও বিকাশে অন্যতম সংগঠন বলে মন্তব্য করেন। আর্থনৈতিক উন্নতির সাথে সাথে দেশে সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশের প্রতি তিনি জোর গুরুত্বারোপ করেন। তরুণদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে উদীচী পথপ্রদর্শক হিসেবে কাজ করছে বলে মতামত ব্যক্ত করেন।

উদীচী শিল্পীগোষ্ঠীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি হেদায়েত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সাংগঠনিক সম্পাদক ইকবালুল হক খান, প্রকাশনা সম্পাদক কবি রহমান মফিজ, শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।