পরিচালক অনুর বিরুদ্ধে জাতীয় সংগীতের সুর চুরির অভিযোগ

বলিউড সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে ইস্রায়েলের জাতীয় সংগীতের সুর চুরির অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। তবে আজ- কালের মধ্যে নয়, জাতীয় সংগীতের সুরে অনু গান বেঁধেছিলেন সেই ১৯৯৬ সালে ‘দিল জ্বলে’ ছবিতে।

ব্যাপারটা অবশ্য মোটেই তখন জানা যায়নি! রবিবারই টোকিও অলিম্পিকে জিমন্যাস্টিক বিভাগে সোনা জিতেছেন ইস্রায়েলের জিমন্যাস্ট। সেই সময়েই অলিম্পিকের মঞ্চে ইস্রায়েলের জাতীয় সংগীত বাজানো হয়। প্রায় সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ইস্রায়েলের বিজয় মুহূর্ত। ভাইরাল হওয়া সেই ভিডিওতে হঠাৎ করেই ধরা পড়ে ইস্রায়েলের জাতীয় সংগীতের সুরেই ‘দিল জ্বলে’তে অজয় দেবগনের ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানের সুর দিয়েছিলেন অনু।

ঘটনা সামনে আসতেই অনুকে সমালোচনায় বিদ্ধ করতে ছাড়েননি কেউই!

এতদিন পর ইস্রায়েলের জাতীয় সংগীত শোনানো এবং আসল সত্য জানানোর জন্য অনেকেই ইন্টারনেটকে ধন্যবাদ জানিয়েছেন। সোশ্যাল সাইটে সুরকারকে আক্রমণ করে একাধিক ট্যুইটও করেছেন অনেকে।