পরিত্যক্ত অবস্থায় বেনাপোলে ৭৩ ভরি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৩ ভরি ৮ আনা ওজনের সোনার গয়না জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার রাতে কলকাতা-ঢাকা রুটের সৌহার্দ্য পরিবহনের ঢাকাগামী একটি বাসে তল্লাশি করে গয়নাগুলো জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আমড়াখালী চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার আফজাল হোসেন জানান, কলকাতা ও বেনাপোল থেকে ছেড়ে আসা সব গাড়ি আমড়াখালী বিজিবি চেকপোস্টে তল্লাশি করা হয়।

তেমনি কলকাতা-ঢাকা রুটের সৌহার্দ্য পরিবহনের একটি বাসেও তল্লাশি করা হচ্ছিল। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৭৩ ভরি ৮ আনা সোনার গয়না উদ্ধার করা হয়। যার দাম প্রায় ২৫ লাখ ৫৫ হাজার টাকা। উদ্ধার করা গয়না আজ মঙ্গলবার বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।