পরিবার-পরিজন নিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে নাড়ির টানে বাড়ি ফিরছেন নগরবাসী

নিজস্ব প্রতিবেদক : দরজায় কড়া নাড়ছে ঈদ। পরিবার-পরিজন নিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ব্যস্ত নগরবাসী।

তাই এই সময় গাড়ির টিকিটের চাহিদা থাকে বেশি। বৃহস্পতিবার অফিস শেষ করে বেশিরভাগ লোকই বাড়ি ফিরছেন আজ।

বাড়ির ফেরা মানুষদের উপচেপড়া ভিড় এখন রাজধানীর ট্রেন ও বাস টার্মিনালগুলোতে। যারা অগ্রিম টিকেট কিনেছেন তারা ছাড়া বাকি সবাই চিন্তায় থাকেন টিকিট নিয়ে।

শুক্রবার সায়েদাবাদ কাউন্টারগুলোতে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, বরিশাল ও খুলনা রুটের বিশেষ সার্ভিসের গাড়িগুলোর টিকিট শেষ হয়ে গেছে অনেক আগেই। তবে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লাগামী যাত্রীদের খুব একটা বিড়ম্বনা পোহাতে হচ্ছে না। এসব রুটে দাম একটু বেশি দিলেই লোকাল বাসের টিকিট পাওয়া যাচ্ছে খুব সহজেই। যাত্রীরাও অনায়াসে বিশেষ সার্ভিসের সমান দাম দিয়ে টিকিট সংগ্রহ করছেন।

নোয়াখালীগামী যাত্রী তারিকুল ইসলাম বলেন, ‘ভাই আমি কোনোবারই টিকিট কিনি না। জানি শেষের দিকে আসলে লোকাল বাসের টিকিট পাওয়া যায়। দামটা যদিও বেশি নেয়। এবারও পেয়েছি। তবে সিট পেছনে পড়ে গেছে। তবুও খুব একটা সমস্যা নেই। যেতে পারলেই হলো।’

তবে সিলেট ও চট্টগ্রাম রুটের পরিবহনগুলোর টিকিট মেলা দুরহ হয়ে উঠেছে। সিলেট ও চট্টগ্রামে যেসব পরিবহন যায় তার সবগুলোরই টিকিট ২৭ জুন পর্যন্ত অগ্রিম বিক্রি হয়ে গেছে। ফলে যারা আগেই সিলেট বা চট্টগ্রামে যাওয়ার টিকিট নেননি তাদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। ভালো গাড়ির টিকিট না পেয়ে অনেকেই বিভিন্ন নামে চলা লোকাল সার্ভিসের আশ্রয় নিচ্ছেন। এক্ষেত্রেও বাস মেলানো কষ্ট হচ্ছে তাদের।

রাজধানীর অন্যতম বৃহৎ এই টার্মিনাল থেকে সিলেট ও চট্টগ্রাম রুটে হানিফ, ঈগল, শ্যামলী, সৌদিয়া, রয়েল, আল-মোবারাকা, মামুনসহ আরো কয়েকটি পরিবহন ছেড়ে যায়। ফেনী, কুমিল্লা, লক্ষীপুর রুটে চলাচল করে এনা, জোনাকী, ইকোন, আল-এরাবিয়া, স্টার লাইন, কে কে ট্রাভেলসসহ আরো বেশ কয়েকটি পরিবহন।

সিলেট, চট্টগ্রাম রুটে চলাচল করা হানিফ পরিবহন কাউন্টারের শাকিল বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যাত্রীদের ভিড় অত্যধিক বেড়ে গেছে। আমরা নতুন করে কোনো টিকিট বিক্রি করছি না। ২৭ জুন পর্যন্ত আমাদের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এখন ২৮ তারিখের আগের টিকিট পাওয়া যাবে না।’

শ্যামলী কাউন্টারের মো. ইকরামুল বলেন, ‘২৭ তারিখ পর্যন্ত কোনো টিকিট পাবেন না। আমাদের কিছু করার নেই। সব টিকিটই অগ্রিম বিক্রি হয়ে গেছে।’

ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচল করা আল-মোবারাকা পরিবহনের কিছু টিকেট বিক্রি হচ্ছে আজও। তবে সেটি খুব সীমিত।

কাউন্টারে কর্তব্যরত মো. ইয়াসিন বলেন, ‘আজ যাত্রীদের অনেক চাপ। অনেকে আগেই টিকিট নিয়ে গেছে। তবে আজও কিছু কিছু টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীরা এসে টিকিট নিচ্ছেন। তবে রাস্তায় কিছুটা যানজট আছে। বিশেষ করে কাঁচপুর ব্রিজ এবং গাউছিয়া এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে।’

লক্ষ্মীপুরগামী ইকোনো পরিবহনের কাউন্টারম্যান আনোয়ার বলেন, ‘যাত্রীদের টিকিট পেতে কোনো সমস্যা নেই। কারণ আমাদের আধা ঘণ্টা পর পর গাড়ি রয়েছে। আমরা অগ্রিম কোনো টিকিট বিক্রি করি না। যাত্রীরা যখন যাবেন তখন কাউন্টারে আসলেই টিকিট পাবেন।’

ফেনী রুটের লোকাল সার্ভিস আল-এরাবিয়া পরিবহনের টিকিট বিক্রেতা মো. কামাল হোসেন বলেন, ‘আমাদের গাড়িতে টিকিটের কোনো সমস্য নেই। যাত্রীরা আসলেই টিকিট পাবেন। তবে আগে আসলে ভালো সিট পাওয়া যাবে।’