পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সুন্দরবন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শর্তসাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। ভ্রমণের সময় সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, মাস্ক পরিধান করতে হবে এবং নৌযান থেকে বনে নামতে হলে এবং ঘুরতে হলে সর্বাধিক ২৫ জনের দল করা যাবে। একসঙ্গে বেশি লোক বনে নামা ও ঘোরাফেরা করা যাবে না।

যারা এসব শর্ত ভঙ্গ করবে, অবশ্যই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বনবিভাগ বলেও জানান তিনি।

গত ৩ এপ্রিল থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশাধিকার বন্ধ থাকায় ৩০ আগস্ট পর্যন্ত চার মাস ২৭ দিনে বনবিভাগ প্রায় ২০ লাখ টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। আর মাত্র এক দিন পর খুলবে সুন্দরবন, তাই বিভিন্ন পর্যটন স্পটগুলো সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা।