‘পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে’

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বিশ্বের অন্যতম পর্যটন শহর কক্সবাজার। প্রতি বছর এখানে ভিড় করে লাখো দেশি-বিদেশি পর্যটক। তাদের নিরাপত্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গঠন করা হয় ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের নিরাপত্তায় তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

গতকাল বুধবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় ‘ট্যুরিস্ট আলোর উৎসব’। এ উৎসবের উদ্বোধনকালে ড. বেনজীর আহমেদ এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘সুন্দরবনও এখন নিরাপদ পর্যটন কেন্দ্র। কারণ সেখানের ডাকাতদের স্বাভাবিক জীবনে ফেরানো হয়েছে। তাই সেখানে নিরাপদে পর্যটকরা ভ্রমণ করতে পারছেন।’

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শত ফানুসের আলোয় আলোকিত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের আকাশ। শুধু ফানুস নয়, ছিল আতশবাজি, নৃত্যনুষ্ঠানসহ নানা আয়োজন। আর এসব দেখতে জড়ো হয় দেশি-বিদেশি হাজারো পর্যটক।

অনুষ্ঠানে আইজিপি ড. বেনজীর আহমেদ আরও বলেন, ‘ট্যুরিস্ট পুলিশদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আরও দক্ষ করে তুলতে যা প্রয়োজন সব করা হবে। ট্যুরিস্টদের নিরাপত্তা দিতে বর্তমান সরকার ও পুলিশ বদ্ধপরিকর।’

পরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বিচিত্র রঙের ফানুস উড়িয়ে উদযাপন করা হয়েছে আলোর উৎসব। এ সময় নৃত্য আতশবাজিসহ নানা আয়োজন ছিল। যা মুগ্ধ করে হাজারো দেশি-বিদেশি পর্যটকদের।