পাকিস্তানকে ভোগাচ্ছেন রোহিত-ধাওয়ান

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে আজ টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেনি পাকিস্তানের বোলাররা।

দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ব্যাটে ভালো সূচনা পেয়েছে ভারত। পরপর দুই ওভারে দুজনই তুলে নিয়েছেন ফিফটি। শাদাব খানকে ছক্কা হাঁকিয়ে রোহিত ফিফটি পূর্ণ করেছেন ৭০ বলে।

পরের ওভারে ওয়াহাব রিয়াজকে টানা তিন চার হাঁকিয়ে পরের বলে ২ রান নিয়ে ফিফটি পূর্ণ করেন ধাওয়ান। ২০ ওভারে বিনা উইকেটে ১১০ রান তুলেছে ভারত। তখন রোহিত ৫৫ ও ধাওয়ান ৫১ রানে ব্যাট করছিলেন।

৯.৫ ওভার শেষে অবশ্য এজবাস্টনে বৃষ্টির বাধায় খেলা বন্ধ ছিল প্রায় এক ঘণ্টা। এরপর আবার খেলা শুর হয়। ২০১৬ সালের অক্টোবরের পর আজ প্রথম ওয়ানডে খেলছেন রোহিত। আজ রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়াই খেলতে নেমেছে বিরাট কোহলির দল।