টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু
টস নিয়ে দারুণ একটা তথ্য জানিয়ে রাখি, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে সেই দল জিতেছে, যে দল টস জিতে প্রথমে ব্যাট করেছে।

দুই দলের একাদশে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ সুপার টুয়েলভে সবশেষ ম্যাচে যে একাদশ নিয়ে খেলেছে দুই দল, ফাইনালে উঠার লড়াইয়েও অপরিবর্তিত একাদশ থাকছে।

১৯৯২ সালের বিশ্বকাপের পুনর্মঞ্চায়নের লক্ষ্য বাবর আজমদের। নানা চড়াই-উতরাই পেরিয়ে শীর্ষ চারে আসায় স্বপ্নবাজও তারা। অন্যদিকে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের নিয়ে সতর্ক নিউজিল্যান্ড। এ যেন ৩০ বছর আগের অকল্যান্ডের সেই সেমিফাইনালের পুনরাবৃত্তি। মার্টিন ক্রোর দলকে ৪ উইকেটে হারিয়ে ১৯৯২ সালের বিশ্বকাপের ফাইনালে উঠে যায় পাকিস্তান। সেবারও ইমরানের দলটা ধুঁকতে ধুঁকতে শিরোপার মঞ্চে উঠেই বাজিমাত করেছিল।

তিন দশক পর আবারও কি হবে সে ঘটনার পুনর্মঞ্চায়ন? এবারও যে একই পথে শীর্ষ চারে উঠেছে পাকিস্তান। প্রতিপক্ষ নিউজিল্যান্ড সে আসরের মত এবারও দাপটের সঙ্গেই পা রেখেছে সেমির মঞ্চে।

টি-টোয়েন্টিতে পরিসংখ্যানের পাতায় আধিপত্য পাকিস্তানের। ২৮ বারের দেখায় ১৭ জয় বাবরদের। ১১টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড।