ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

স্থল থেকে স্থলে হামলার একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) শাহিন-১এ নামের ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলক উড্ডয়ন করানো হয়েছে। ডন অনলাইন এমন খবর দিয়েছে।

দেশটির আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, অস্ত্র ব্যবস্থার বেশ কয়েকটি নকশা ও কারিগরি প্যারামিটারকে নবায়ন করতে পরীক্ষামূলকভাবে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এ সময়ে পাকিস্তান সামরিক বাহিনীর কৌশলগত পরিকল্পনা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল নাদিম জাকি মিনজ, এনইএসসিওএম চেয়ারম্যান ড. রাজা সামার, সামরিক বাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আলীসহ বিজ্ঞানী ও কৌশলগত সংস্থাগুলোর প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।