পাকিস্তানে যাত্রীবাহী-মালবাহী ট্রেনে ধাক্কা, মৃত্যু ৬

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে ছিটকে পড়া বগির চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে পাকিস্তানের মুলতানের কাছে বুচ রেলওয়ে স্টেশনে দুই ট্রেন দুর্ঘটনায় পড়ে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫০ জন।

আলজাজিরা ও ডন অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

জিও টিভির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, পেশোয়ার থেকে করাচিগামী যাত্রীবাহী আওয়ামী এক্সপ্রেস ট্রেনটি পণ্যবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। পাঞ্জাব রাজ্যের মুলতান শহর থেকে ২৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

টিভি ফুটেজে দেখা যায়, রাতেই উদ্ধারকর্মীরা বিধ্বস্ত ও উল্টে পড়া বগিগুলোতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। স্থানীয় জনগণ তাদের সঙ্গে যোগ দেন। বগির ভেতর থেকে বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করতে দেখা যায়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ছিল। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়া অনেকে বুধবার ট্রেন ধরে শহরে কর্মস্থলে ফিরছিলেন।

কর্মকর্তা জানিয়েছেন, ঈদের ছুটির কারণে উদ্ধার তৎপরতায় বিলম্ব হয়েছে। পাকিস্তানের প্রায় ১৯ কোটি মানুষের মধ্যে অধিকাংশই মুসলমান।