পাকিস্তানে রাষ্ট্রদ্রোহিতার দায়ে সাবেক ২ সেনা কর্মকর্তার কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের দুই সাবেক সেনা কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত। তাদের সামরিক পদবিও বাতিল করা হয়েছে।

শনিবার পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং-আইএসপিআর থেকে তাদের এই সাজার কথা ঘোষণা করা হয়। খবর ডনের।

সাজা পাওয়া সাবেক দুই সেনা কর্মকর্তা হলেন— মেজর (অবসরপ্রাপ্ত) আদিল ফারুক রাজা এবং ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) হায়দার রাজা মেহদি। তাদের দুজনকে যথাক্রমে ১৪ ও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে তাদের অনেক ভক্ত-অনুসারী রয়েছে।

আইএসপিআর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, উভয় অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পাকিস্তান আর্মি অ্যাক্ট ১৯৫২-এর অধীনে সেনাবাহিনীতে দায়িত্বরত কর্মীদের মধ্যে রাষ্ট্রদ্রোহ উসকে দেওয়ার প্রচেষ্টার অভিযোগে এবং গুপ্তচরবৃত্তি সম্পর্কিত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩-এর বিধান লঙ্ঘন করার জন্য এবং নিরাপত্তা ও দেশের স্বার্থের জন্য ক্ষতিকর বিবেচনায় দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়েছে।

গত অক্টোবর মাসের ৭ ও ৯ তারিখ সামরিক আদালতে তাদের এ বিচার হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে সাজা পেলেও তাদের কাউকেই কারাগারে ঢোকানো যাচ্ছে না। কারণ তারা দুজনই পাকিস্তানের বাইরে অবস্থান করছেন।