পাকিস্তান ফেরত সেনা কর্মকর্তার জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় পাকিস্তান ফেরত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহীদুল্লাহর (৭২) বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাকে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিচার চলাকালীন সময়ে তিনি জামিনে থাকবেন। ২ লাখ টাকার বন্ডে স্বাক্ষর এবং একজন আইনজীবী ও নিকটাত্মীয়ের জিম্বায় তাকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পার্সপোর্ট জমা রাখতে হবে এবং মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না তিনি।

সোমবার আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।