পিছিয়ে গেল ‘ভুল ভুলাইয়া ২’ ছবির শ্যুটিং

করোনার থাবায় বলিউডে দিন দিন বেড়েই চলেছে। একের পর এক অভিনেতার করোনায় আক্রান্তের খবর আসছে। পিছিয়ে যাচ্ছে অনেক ছবির শ্যুটিংও।

শাহরুখ খানের ছবি ‘পাঠান’-এর পর বন্ধ হল ‘ভুল ভুলাইয়া ২’ ছবির শ্যুটিং। কিছুদিন আগেও অ্যানিস বাজমি পরিচালিত এই ছবির কাজ চলছিল জোরকদমে। তারপরেই সামনে আসে ছবির নায়ক কার্তিক আরিয়ানের করোনায় আক্রান্ত হওয়ার খবর। বন্ধ হয়ে যায় শ্যুটিং।

আপাতত করোনা মুক্ত কার্তিক। কিন্তু, মহারাষ্ট্রে ক্রমশ বেড়ে চলা সংক্রমণের কারণে ফের লকডাউন চালু হতে পারে বলে শোনা যাচ্ছে। তাই কোনও রকম ঝুঁকি নিতে রাজি নন ছবির নির্মাতারা। পিছিয়ে দেওয়া হচ্ছে শ্যুটিং।

‘ভুল ভুলাইয়া ২’-র পরিচালক জানান, ‘লকডাউনের খবর সামনে আসছে। তাই কোনও পরিকল্পনাই করতে পারছি না। কার্তিক সেটে ফেরার জন্য তৈরি। অন্য অভিনেতারাও যথেষ্ট সহযোগিতা করছেন। কিন্তু করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চলায় পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে।’

উল্লেখ, মুম্বইয়ের ‘পোয়াই’ স্টুডিওতে সেট তৈরি করে চলছিল ‘ভুল ভুলাইয়া ২’-র শ্যুটিং। কার্তিক করোনা আক্রান্ত হওয়ার পর সেটে আরও কয়েকজনের রিপোর্ট পজিটিভ আসে। তারপরই নিয়ম মেনে ভেঙে দিতে হয় ছবির সেট। তাই শ্যুটিং শুরু করতে গেলে সেই সেট আবার নির্মাণ করতে হবে। আর তারপর যদি ফের টানা লকডাউন শুরু হয়ে যায় বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বেন ছবির প্রযোজকরা।