পিরোজপুরে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে পিরোজপুরে মধ্য রাত থেকে গুমোট আবহাওয়া দেখা দিয়েছে।

আজ শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে, এখন পর্যন্ত বাতাসের কোনো প্রভাব লক্ষ করা যাচ্ছে না।

রাত ৪টা থেকে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। জেলার নিম্নাঞ্চল এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে। তবে, এ মুহূর্তে নদীতে ভাটা থাকায় পানি বিপজ্জনক অবস্থায় নেই।

পিরোজপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড. মো. নজরুল ইসলাম সিকদার জানান, বর্তমানে আমন ধান পেকে গেলেও জমিতে পানির উচ্চতা বেড়ে পানি স্থায়ী না হলে এখন ক্ষতির কোনো আশঙ্কা নেই।

উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। জেলার বেশির ভাগ ট্রলার নিরাপদ আশ্রয়ে এলেও এখনও কিছু ট্রলার সমুদ্রে অবস্থান করছে বলে জানা গেছে।

এদিকে, ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।