পুঁজিবাজারে সূচকের উত্থান

অর্থনৈতিক প্রতিবেদক : টানা কয়েকদিন পতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার অবশেষে সূচকের উত্থান হয়েছে পুঁজিবাজারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে।

আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৮৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টি কোম্পানির, দর কমেছে ৬১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬২ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে।

এই সময়ে সিএসইতে ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৮৭ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হয়েছে ১৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।