পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ জেলেনস্কির

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, পুতিনের সঙ্গে তিনি কোনো মধ্যস্থতাকারী নয়, সরাসরি সাক্ষাৎ করতে চান। প্রেসিডেন্ট পুতিন বাস্তবতা বুঝলে সংঘাত বন্ধে কূটনৈতিক উপায় খুঁজে পাওয়া সম্ভব।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে (দাভোসে) এক বক্তৃতায় জেলেনস্কি এসব কথা বলেন। এই বক্তৃতায় তিনি ইউক্রেনের বেদখলকৃত সকল অঞ্চল পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন।

পুতিনের সঙ্গে আলোচনার পূর্বে জেলেনস্কি ইউক্রেনে থাকা রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানান।

তিনি বলেন, আলোচনার এটা প্রথম পদক্ষেপ হতে পারে। আলোচনা নিয়ে রাশিয়া ‘খেলছে’ বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র:আল জাজিরা