পুরান ঢাকার একটি জুতার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার একটি জুতার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।

এ সময় চারজন দগ্ধ হলে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রোববার এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, মো. আজিজুল (১৫), হাদিসুল ইসলাম (১২), সোহেল রানা (২০) ও কারখানার মালিক মোরসালিনকে (৩০) হাত-মুখ-পাসহ শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়।

আহতদের সঙ্গে আলাপে জানা গেছে, রোববার দুপুর দেড়টার দিকে বংশাল থানার শিক্কাটুলির নিচতলার জুতার কারখানায় আগুন জ্বলে ওঠে। এ সময় ভেতরে শ্রমিকরা কাজ করছিলেন। আগুন নেভানোর চেষ্টা করেন তারা। এরই মধ্যে আগুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। পরে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।