পুলিশ সম্পর্কে মানুষের ধারণা এখন পাল্টাচ্ছে

সিলেট : ‘পুলিশ সম্পর্কে মানুষের ধারণা এখন পাল্টাচ্ছে’ বলে মন্তব্য করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান।

তিনি বলেছেন, ‘মানুষ এখন পুলিশ সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন। এজন্য পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্যকে নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করতে হবে।’

বুধবার দুপুরে সিলেট শহরতলির লালাবাজারে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে নতুন নিয়োগপ্রাপ্ত ৪০০ পুলিশ সদস্যদের ছয় মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

ডিআইজি আরো বলেন, সেবার মানসিকতা নিয়ে পুলিশ বাহিনীতে যোগ দিতে হবে। প্রশিক্ষণ পর্বে সব সদস্যকে কঠোরভাবে নিয়মশৃঙ্খলা মেনে চলতে হবে।

সিলেট বিভাগের মৌলভীবাজারে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ৬০ একর জমি বরাদ্দ চাওয়া হয়েছে বলেও উল্লেখ করেন ডিআইজি মিজানুর রহমান।

সিলেট আরআরএফ কমান্ড্যান্ট (এসপি) মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।