পূর্ণাঙ্গ রায় না পড়া পর্যন্ত এ বিষয়ে কিছু মন্তব্য করব না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্ট যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে তার প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘রায় প্রকাশ হয়েছে বলে শুনেছি। পূর্ণাঙ্গ রায় না পড়া পর্যন্ত এ বিষয়ে কিছু মন্তব্য করব না।’

মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, বিচারপতিদের অপসারণসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখে মঙ্গলবার সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।

রায় প্রদানকারী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ সাত বিচারপতির স্বাক্ষরের পর ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়ে বিচারপতিদের অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিধান বহাল রাখা হয়েছে।