পূর্ব ইউক্রেনে স্কুলে বোমা হামলায় ৬০ জন নিহত হয়েছেন: জেলেনস্কি

পূর্ব ইউক্রেনের একটি স্কুলে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেন, বিলোহোরিভকার ওই স্কুল ভবনে ৯০ জন আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। হাইদাই বলেন, গত শনিবার রুশ যুদ্ধবিমান থেকে ওই ভবনে বোমা ফেলা হয়। শনিবারের হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর ধ্বংসস্তূপ পরিষ্কার করে দুজনের মৃতদেহ পাওয়া যায়।

টেলিগ্রামে লুহানস্কের গভর্নর লেখেন, প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। এরপর ধ্বংসস্তূপের ভেতর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে সাতজন গুরুতর আহত।