পৃথিবীর কেন্দ্রের গঠন

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর কেন্দ্রের গঠন সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন জাপানের একদল বিজ্ঞানী। তাদের দাবি, ভূকেন্দ্রের ‘অজানা উপাদান’-এর সন্ধান পেয়েছেন তারা।

জাপানি বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর কেন্দ্রের গঠনের এই অজানা উপাদান হলো সিলিকন। লোহা ও নিকেলের সঙ্গে মিশে আছে এই সিলিকন।

বিজ্ঞানীরা বিশ্বাস করেন, পৃথিবীর একেবারে কেন্দ্রের গঠনে রয়েছে কঠিন বস্তুর গোলাকার পিণ্ড, যার ব্যাসার্ধ প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার। পৃথিবীর অভ্যন্তরণে গিয়ে সরাসরি এর গঠন পরিমাণ করা অসম্ভভ। তাই বিজ্ঞানীরা এই গবেষণায় বেছে নিয়েছেন ভূকম্পন। ভূকেন্দ্রে ভূকম্পন কীভাবে পার হয়, তা পর্যবেক্ষণ করে ভূকেন্দ্রের গঠন সম্পর্কে ধারণা পেয়েছেন তারা।

পৃথিবীর কেন্দ্রের গঠনে ওজনের দিক থেকে প্রায় ৮৫ শতাংশ লোহা এবং ১০ শতাংশ নিকেল রয়েছে। কিন্তু বাকি ৫ শতাংশ সম্পর্কে সঠিক ধারণা ছিল না। জাপানের বিজ্ঞানীরা দাবি করছেন, এই ৫ শতাংশ সিলিকন।

ভূকেন্দ্রের তামপাত্রা ও চাপ কৃত্রিমভাবে তৈরি করে বিজ্ঞানীরা পরীক্ষা চালিয়ে সিদ্ধান্তে উপনীতি হয়েছেন, সম্ভবত বাকি ৫ শতাংশ সিলিকন।