পৃথিবীর দোসর সেই গ্রহ কি বাসযোগ্য

পৃথিবীর কি কোনও দোসর থাকতে পারে? ছোটবেলায় পড়া ভূগোল বই জানিয়েছে, পৃথিবী তার আকারে-আকৃতিতে, চেহারা-চরিত্রে একাবারেই অনন্য। কিন্তু কথায় বলে, সকলেরই যমজ রয়েছে এই চরাচরে। সম্প্রতি বিজ্ঞানীরা খোঁজ পেছেন পৃথিবীরই অনুরূপ একটি গ্রহের আর সেই গ্রহের বাস নাকি আমাদের সৌরজগতের কাছেই।

সূর্যের নিকটবর্তী এক নক্ষত্রকে ঘিরে পরিক্রমণরত এই গ্রহটির নাম ‘প্রক্সিমা বি’। নাসা-র বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই গ্রহে জল থাকার সম্ভাবনা খুবই বেশি এবং সেইসঙ্গে এখানকার তাপমাত্রাও নাকি প্রাণের উদ্ভব ও বিকাশের সহায়ক হতে পারে। গত ১৬ বছর ধরে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তাঁরা এই সিদ্ধান্তে এসেছেন বলে ‘নেচার’ পত্রিকায় জানিয়েছেন। সেইসঙ্গে একথাও বলেছেন, গ্রহটিতে রোবট পাঠানোর সম্ভাবনাও রয়েছে।

আমাদের সৌরজগৎ থেকে ‘প্রক্সিমা বি’-র দূরত্ব মাত্র ৪ আলোকবর্ষ। তবে তার আবহাওয়া পৃথিবীর অনুরূপ কি না, তা এখনই বলা সম্ভব নয়। তবে একথা বিজ্ঞানীরা জানিয়েছেন যে, চাঁদ যেভাবে পৃথিবীর সঙ্গে যুক্ত, ঠিক সেভাবেই প্রক্সিমা বি তার ‘সূর্য’-র সঙ্গে যুক্ত অর্থাৎ তার একটি দিক সর্বদাই নক্ষত্রের দিকে ফিরে থাকে।