পোল্যান্ড পাঠানোর নামে প্রতারণা, হোতা আটক

পোল্যান্ড রাষ্ট্রে পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের হোতা মো. সাইফুল ইসলাম পরাগকে (২৯) রাজধানী থেকে আটক করেছে র‌্যাব-৩।

আটক সাইফুল ইসলাম পরাগ দিনাজপুরের বিরামপুর থানার পূর্বপাড়া এলাকার মো.শহীদুল ইসলামের ছেলে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে নিজেকে অঙ্গীকার বিডি নামে অফিসের ডিরেক্টর পদে চাকরি করে এবং বিভিন্ন সময় বিভিন্ন অফিসের বড় অফিসার পদে কর্মরত রয়েছে। তিনি এলাকার নিরীহ লোকজনের কাছ থেকে প্রতারণামূলকভাবে পোল্যন্ডসহ বিভিন্ন রাষ্ট্রে পাঠানোর কথা বলে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করে আসছিল।

তিনি জানান, তিনি এবং তার বন্ধু মিলে একসঙ্গে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। সে টাকা দিয়ে তারা দুজনই পোল্যান্ডে পাড়ি জমানোর বন্দোবস্ত করে। এরই মধ্যে তার অপরাপর সহযোগী পোল্যান্ডে চলে গেছে। কিন্তু তার ভিসা পেতে দেরি হওয়ার ফলে অপেক্ষমাণ থাকা অবস্থায় র‍্যাবের হাতে আটক হয়।

আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।