‘পোস্টারে আমির, সালমান মানেই ৩০০ কোটি’

বিনোদন ডেস্ক : অভিনয়শিল্পীদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে সোচ্চার বলিউড অভিনেত্রীরা। তার মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। এ অভিনেত্রী মনে করেন, নারী-পুরুষের পারিশ্রমিক বৈষম্য শুধু ভারতীয় চলচ্চিত্র শিল্পেই নয় বরং ব্যবসায়ীক ক্ষেত্রেও রয়েছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘কেন যেন নারীদের তুলনায় পুরুষদের বেশি সম্মানি দেওয়া হয়। একজন নারী হিসেবে আমি বিষয়টি বুঝতে পারি না কিন্তু এমন পৃথিবীতেই আমরা বসবাস করছি।’

প্রিয়াঙ্কা মনে করেন, বলিউড অভিনেতাদের মতো অভিনেত্রীরাও একই পারিশ্রমিক পাবেন, যদি দর্শকরা তাদের একার সিনেমাগুলো ভালোভাবে গ্রহণ করেন। তিনি বলেন, ‘আমি অভিনেতাদের কাছ থেকে পারিশ্রমিক ছিনিয়ে নিতে চাই না কারণ তারা দর্শককে হলে নিয়ে আসে। পোস্টারে আমির, সালমান মানেই সেটি ৩০০ কোটি রুপি ব্যবসা করবে। কিন্তু নারী প্রধান চরিত্রের সিনেমাগুলো তেমন ব্যবসা করতে পারে না। যেদিন নারী প্রধান সিনেমাগুলো এমন আয় করতে পারবে আমরাও পারিশ্রমিক বেশি পাব। তার আগে দর্শককে কোনো নিষিদ্ধ তারকার সিনেমা না দেখে ভালো গল্পের সিনেমা দেখতে হবে।’

সম্প্রতি প্রোফেশনাল ওয়েবসাইট লিংকড ইন-এ যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। তার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পেল পেবেল এবং প্রথম মারাঠি সিনেমা ভেন্টিলেটর নিয়েও কথা বলেছেন এ অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমি এমন একটি প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করতে চাই, যেখানে শুধু নতুনদেরকে অনুপ্রেরণা দেওয়া হবে তা নয়, গল্প বলার দিকেও লক্ষ্য রাখা হবে। তবে আমার আঞ্চলিক, যেমন ভোজপুরি এবং মারাঠি সিনেমার নির্মাণের ইচ্ছা বেশি।’