পোস্ট অফিসের সেবার মান বৃদ্ধি মোটরযান লাইসেন্স নবায়ন

আবুল হাসান বেল্লাল, স্টাফ রির্পোটার :  ছুটে চলেছে রানার,নতুন খবর আনার- সুকান্তু ভট্রাচার্যের সেই রানার কবিতা স্মরন করিয়ে দেয় তৎকালীন ডাক যোগাযোগ ব্যবস্থার নানাবিধ সমস্যার কথা। অনেক বাধা অতিক্রম করে ডাক যোগাযোগ ব্যবস্থা এখন অনেক উন্নত, চালু হয়েছে ডিজিটাল সেবা। মোটরযান চালক ও জনসাধারনের দুর্ভোগ কমাতে বর্তমান সরকারের প্রচেস্টায় এবার পোস্ট অফিসের সাথে যুক্ত হয়েছে নতুন কিছু সেবা। এর মধ্যে মোটরযান লাইসেন্স নবায়ন,ভেন্ডারল ও নন জুডিসিয়াল ষ্ট্যাম্প এখন পোস্ট অফিস থেকেই পাওয়া যাবে। পোস্ট অফিস থেকে যে সব সেবা প্রদান করা হয় তার মধ্যে কর্মচারীদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান, সার্টিফিকেট অব পোস্টিং, ডাক টিকিট ও পোস্টাল ষ্টেশনারী বিক্রয়, চিঠি, পোস্ট কার্ড ও প্যাকেট রেজিস্ট্রি করন, প্রেরণের নিমিত্তে পার্সেল গ্রহণ, চিঠি ও পার্সেল ইনসিওর করণ, প্রেরণের নিমিত্তে ভি:পি: দ্রব্যাদি গ্রহণ, সাধারন ও তার মনি-অর্ডার গ্রহণ, স য় ব্যাংক, স য় টিকিট,স য় ও বোনাস সার্টিফিকেট এবং প্রাইজ বন্ড লেনদেন, বেতার লাইসেন্স ও সনাক্ত পত্র ইস্যুকরণ, বাংলাদেশ পোস্টাল অর্ডার বিক্রয় ও ভাঙ্গানো, প্রেরনের জন্য টেলিগ্রাম গ্রহন, ডাক জীবন বীমার প্রিমিয়াম ইত্যাদি লেনদেন ট্যাক্স টোকেন ও ব্লু-বুক গ্রহণ, পোস্ট বক্স ভাড়া দেওয়া সংক্রান্ত বিষয়, গ্যারান্টি এক্সপ্রেস পোস্ট সার্ভিস দ্রব্যাদি গ্রহণ। এসব সেবাগুলি স্থান ভিত্তিক পোস্ট অফিস গুলোতে দেয়া হয়। পোস্ট অফিসের সাথে নতুন সেবার কার্যক্রম বিষয়ে জানতে চাইলে, বেতাগী বরগুনার আয়লা চান্দখালী সাব পোস্ট অফিসের এস,পি,এম পোস্ট মাস্টার মো: ইউসুফ আলী এ প্রতিনিধিকে জানান, মোটরযান লাইসেন্স নবায়ন, ভেন্ডারল ও নন জুডিসিয়াল ষ্ট্যাম্প প্রাপ্তির সেবা অন্য অফিস থেকে প্রদান করার কারনে মোটরযান চালক ও জনসাধারনের ভোগান্তি ও অর্থ দন্ডের কথা বিবেচনা করে সরকার পোস্ট অফিসের সাথে এ দুটি সেবা চালু করেছেন। এ বিষয়ে গত ১৯/১১/২০১৬ ইং তারিখে ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল,পটুয়াখালী বিভাগের সকল পোস্ট মাস্টার,প্রধান ডাকঘর,পটুয়াখালী,বরগুনা উপজেলা এবং সাব পোস্ট অফিস অত্র বিভাগের সুপার,পরিদর্শক,ই-সেন্টারের ট্রেইনার ও হার্ডওয়্যার টেকনিশিয়ান এবং বিভাগীয় অফিসে কর্মরত বিভিন্ন শাখার পোস্টাল অপারেটরদের সমন্বয়ে ইউনিট ভিত্তিক ত্রৈমাসিক সভায় পোস্ট অফিসের চলমান সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী বিভাগের পোস্ট মাস্টার জেনারেল কবির আহম্মেদ স্বাক্ষরিত কার্যবিবরনীতে দিক নির্দেশনা প্রদান করা হয়। গত ০১/১২/২০১৬ ইং তারিখ বেলা ১১ টার দিকে আয়লা চান্দখালী সাব পোস্ট অফিসের আওতাধীন ০৯ টি পোস্ট অফিসের পোস্ট মাস্টার ও পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় চান্দখালী সাব পোস্ট অফিসের এস,পি,এম পোস্ট মাস্টার মো: ইউসুফ আলী বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, এ অফিস পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামাল নেই, বিদ্যুৎ নেই এ জন্য জনসাধারনকে সেবা দিতে সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি পোস্ট অফিসের ভবন নির্মানের বিষয়টি নিয়েও আলোকপাত করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও বরগুনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ্মো: মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার মো: বজলুর রশিদ দুলাল।