প্রকাশ্যে হস্তমৈথুন অপরাধ নয়

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির সর্বোচ্চ আদালত বলেছে, প্রকাশ্যে হস্তমৈথুন অপরাধ নয়। তবে এটি শিশুদের সামনে করলে অপরাধ হিসেবে বিবেচিত হবে। বৃহস্পতিবার সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বছর সিসিলির পূর্ব উপকূলীয় শহর কাতানিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সামনে হস্তমৈথুন করে ৬৯ বছরের এক ব্যক্কিত । এ ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের মে মাসে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। কাতানিয়ার আদালত ওই ব্যক্তিকে এই অপরাধের জন্য তিন মাসে কারাদণ্ড ও ৩ হাজার ৬০০ ডলার জরিমানা করে।

অভিযুক্তের আইনজীবী এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল আবদেন করেন। সম্প্রতি ওই মামলার রায়ে আদালত বলেন, জনসম্মুখে হস্তমৈথুন অপরাধ নয়। তবে গত বছর পাস হওয়া নতুন আইন অনুযায়ী, শিশুদের সামনে এ কাজ করা শাস্তিযোগ্য অপরাধ। ওই আইনে শিশুদের সম্মুখে হস্তমৈথুন করলে সাড়ে চার বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

প্রসঙ্গত, জনসম্মুখে হস্তমৈথুন বিশ্বের অনেক দেশেই অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ ধরণের অপরাধে কারাদণ্ডের বিধানও রয়েছে সেসব দেশে।