প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন প্রায় ২১ হাজার অগ্রিম টিকিট দেওয়া হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট দেওয়া হবে।

সোমবার থেকে এ টিকিট দেওয়া শুরু হয়েছে বলে দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, অন্যবারের তুলনায় এবার টিকিট বেশি বিক্রি করা হচ্ছে। গত বছর প্রতিদিন প্রায় ১৮ হাজার টিকিট বিক্রি হয়েছে।

তিনি জানান, ২২টি কাউন্টারে প্রতিদিন আন্তনগর বা বিভিন্ন লোকাল ট্রেনের টিকিট বিক্রি করা হবে। সকাল থেকে টিকিট শেষ না হওয়া পর্যন্ত বিক্রি করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, শতকরা ৬৫ ভাগ টিকিট রাখা হয়েছে সাধারণ জনগণের জন্য। ২৫ ভাগ মোবাইল বা অনলাইনে, ৫ ভাগ ভিআইপি এবং ৫ ভাগ রাখা হয়েছে রেলের কর্মকর্তা-কর্মচারীদের জন্য। সোমবার থেকে আগামী পাঁচ দিন রেলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।