প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন বাংলাদেশ বিমানবাহিনীর

১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ডিমাপুরে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয়। আজ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ফ্লাই পাস্ট উদযাপন করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া দুইটায় এ ফ্লাই পাস্ট উদযাপন শুরু হয়।

এ সময় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানগুলো উড্ডয়ন করা হয়। বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাই পাস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ রয়েছে নানা আয়োজন।

বর্ণিল ধোঁয়া ছেড়ে আকাশে উড়ে দেখা যায় সি ওয়ান থ্রি জিরো একটি বিমান ও ৫টি কে এইট ডাব্লিও বিমানের সমন্বয়ে গঠিত একটি ফরমেশন। এই ফরমেশনে নেতৃত্ব দেন উইং কমান্ডার হাবিব ও চৌধুরী। ফ্লাইপাস্টের কন্ট্রোলার ছিলেন মধুরিমা।

বিমানবাহিনীর ফ্লাই পাস্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর উড্ডয়ন শাখার অধিনায়ক মনিরুজ্জামান হাওলাদার।