প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনে জড়িত জনপ্রতিনিধিদের মনোনয়ন না দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক : প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনে জড়িত জনপ্রতিনিধিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বলেন, ‘বিগত বছরগুলোতে বিভিন্ন দলের কিছু কিছু জনপ্রতিনিধি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংখ্যালঘু নির্যাতনে জড়িত ছিলেন। এ সব জনপ্রতিনিধিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন না দেওয়ার দাবি জানাচ্ছি। আর এ দাবি না মেনে যদি তাদের মনোনয়ন দেওয়া হয়, তাহলে সংশ্লিষ্ট এলাকার ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের পক্ষে ভোট দেওয়া সম্ভব হবে না।’

জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্য ৬০টি আসন সংরক্ষণের দাবি জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে দেশে সংখ্যালঘুরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। এ সব বৈষম্য কাটিয়ে উঠার জন্য রাজনৈতিক ক্ষমতায়নের প্রয়োজন রয়েছে। তাই আমরা চাই- জাতীয় সংসদের ৩০০ আসনের বাইরে যুক্ত নির্বাচনের ভিত্তিতে ৬০টি আসন সংরক্ষণ করা হোক। যেভাবে ৩০০ আসনের বাইরে নারীদের জন্য ৫০টি আসন সংরক্ষণ করা হয়েছে।’

তিনি অভিযোগ করেন, পাঠ্যপুস্তকে কোমলমতি শিক্ষার্থীদের মনে সাম্প্রদায়িক চেতনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকতামুক্ত করা হোক।

আইনমন্ত্রী সম্পত্তি অর্পিত আইন নিয়ে প্রধানমন্ত্রী বিরুদ্ধে অবস্থান করছে মন্তব্য করে তিনি বলেন, ‘আইনমন্ত্রী আপনার কথিত অনুশাসনের কথা বাদ দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করুন।’

এ সময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের অন্যতম সভাপতি হিউবার্ট গোমেজ, সভাপতিমণ্ডলির সদস্য নিম চন্দ্র ভৌমিক ও কাজল দেবনাথ প্রমুখ।