প্রত্যেকটা মানুষের চলন-বলন আলাদা এবং অনন্য হয়ে থাকে

প্রত্যেকটা মানুষের চলন-বলন আলাদা এবং অনন্য হয়ে থাকে। কেউ যেমন পা গুনে গুনে হাঁটেন, তেমন তাঁকে পাশ কাটিয়ে আর একজন আবার রীতিমতো দৌড়ে যাওয়ার মতো হনহন করে হেঁটে চলে যান। আবার কেউ আশাপাশের কাউকে তোয়াক্কা না করে নিজের খেয়ালে হেঁটে চলেন। প্রত্যেকটা মানুষের হাঁটার ধরন আসলে তাঁদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ মাত্র। একটু লক্ষ করলেই যার মাধ্যমে খুব সহজে বুঝে নেওয়া যায় মানুষটিকে। কীভাবে দেখে নিন: