টিকার দ্বিতীয় ডোজ শুরু

প্রথম দিনে ডোজ পাবেন ৩১ হাজার ১৬০ জন

সারাদেশে চলমান টিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দেওয়া শুরু হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে প্রথম দিনে এই ডোজ পাবেন ৩১ হাজার ১৬০ জন। একইসঙ্গে টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রমও চলবে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দ্বিতীয় ডোজের জন্য গতকাল (বুধবার) থেকেই পর্যায়ক্রমে এসএমএস পাঠানো হয়েছে প্রথম ডোজ নেওয়া সবার কাছে। প্রথম ডোজ নেওয়া কেউ যদি এসএমএস না পান তবে তিনি যে তারিখে প্রথম ডোজ নিয়েছিলেন, সেই তারিখ থেকে দুই মাস পর টিকা কার্ড নিয়ে আগের কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।