প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

সচিবালয় প্রতিবেদক : পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পায়নি কানাডার আদালত। এটি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার প্রমাণ। এজন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থিত সবাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতু নিয়ে প্রথম দিকে এসব কথা না উঠলে এতো দিনে পদ্মা সেতু নির্মাণ হয়ে যেত। পদ্মা সেতু নির্মাণ হয়ে গেলে এটি দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ১ দশমিক ২ শতাংশ অবদান রাখত।