প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে আজ শনিবার দেশের সব সরকারি অফিস খোলা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে আজ শনিবার দেশের সব সরকারি অফিস খোলা রয়েছে। সচিবালয়ে কাজ হয় অন্যান্য দিনের মতো স্বাভাবিক নিয়মে।

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীরা নিজ অফিসে ব্যস্ত সময় পার করেছেন। তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতাবলে ১১ সেপ্টেম্বর অফিস বন্ধ রাখার নির্দেশ দেন। এর পরিবর্তে শনিবার কর্মদিবস হিসেবে ঘোষণা করা হয়। এ কারণে সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ সবাই কাজ করছেন।’

সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে সবাই নিজ নিজ কর্মস্থলে কাজে যোগ দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সবাই সকাল থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।’

এ ছাড়া সচিবালয়ে অফিস করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ অধিকাংশ মন্ত্রী-প্রতিমন্ত্রী।

তবে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা ছিল আগের মতোই কড়া। ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায় সতর্কাবস্থায়।