প্রধানমন্ত্রী নির্দেশনায় উপজেলা জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে করা হবে

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতিটি উপজেলা পর্যায়ে অভিবাসীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতিটি উপজেলা পর্যায়ে অভিবাসীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে ৪০টি উপজেলায় ও চট্টগ্রামে একটি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) কাজ চলছে।

তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশ কমিউনিটি পরিচালিত নয়টি স্কুল ও কলেজ ভবন নির্মাণ করা হবে। বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন সংস্থার সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিদেশগামী কর্মীদের সহজ শর্তে ঋণ দিতে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। এখন বিদেশ গমনেচ্ছুদের ধার বা জমি বিক্রি করে বিদেশে যেতে হবে না। তারা এই ব্যাংকের মাধ্যমে সহজেই ঋণ নিয়ে বিদেশ যেতে পারবেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, বর্তমান বিশ্বের সব থেকে আলচিত বিষয় হচ্ছে অভিবাসন। গত কয়েক বছর ধরে প্রচুর সংখ্যক অভিবাসী সাগরে ডুবে মারা গেছে। অনেক বাংলাদেশিও জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে সমুদ্র দিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করেছে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহারের সভাপতিত্বে ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস প্রমুখ।