প্রধানমন্ত্রী ভারত সফরের সময় তিস্তা চুক্তি হবে

নিজস্ব প্রতিবেদক : আগামী এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তিস্তা চুক্তি হবে বলে আশা ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

মঙ্গলবার ভোরের কাগজের কনফারেন্স রুমে বর্জ্য পানি ব্যবস্থাপনা বিষয়ক এক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এ আশা ব্যক্ত করেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেছেন। এ বিষয়ে একটি ফ্রেমওয়ার্ক আছে বলে তারা বাংলাদেশ সফরকালে জানিয়েছিলেন। আমরাও এ চুক্তি নিয়ে লবিং করছি। আশা করছি, এপ্রিলে প্রধানমন্ত্রীর ভারত সফরকালে তিস্তা চুক্তি হবে।’

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ওয়াটার এইড বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম ও পলিসি অ্যাডভোকেসি) লিয়াকত আলী, ইউনিসেফের ওয়াশ স্পেশালিস্ট মনিরুল ইসলাম, এফএএনএসের ন্যাশনাল কনভেনার ইয়াকুব হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. মোস্তফা প্রমুখ।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘প্রত্যেকটি দেশের কিছু না কিছু রাজনৈতিক সমস্যা থাকে। তাদের সে সমস্যাটার কথা আমাদের মনে রাখতে হবে। তবে আমরা এ চুক্তি নিয়ে ভয়েস রেইজ করেছি। আমরা গঙ্গার ব্যাপারেও বলেছি। সেখানে পানি কম আসছে, সে অভিযোগও জানিয়েছি। এ ব্যাপারে ভারতের জনগণও চায় চুক্তি হোক। কেউ কেউ এ চুক্তির বাধা হতে পারে। তবে ভারত সরকার যেহেতু এ ব্যাপারে আমাদের কথা দিয়েছেন, সেজন্য আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তা চুক্তি হবে।’

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘গঙ্গা বাঁধ নিয়ে ভারতের সঙ্গে কথা হচ্ছে। জয়েন্ট কমিটি কাজ করছে। বর্ষায় আমরা ভারত থেকে ৫৫ হাজার কিউসেক পানি পেয়েছি, এখন শুষ্ক মৌসুমে পাচ্ছি মাত্র ২০ হাজার কিউসেক। এসব চুক্তি অনুযায়ী হচ্ছে।’

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আমরা পাংশাতে একটি ব্যারেজ তৈরির কথা ভাবছি। যেখানে পানি সংরক্ষণ করা হবে। এখানে ভূমি অধিগ্রহণ লাগবে না। পাংশা থেকে রাজশাহী পর্যন্ত ১৬৪ কিলোমিটার নদীতে পানি সংরক্ষণ করা যাবে। যার ১ চতুর্থাংশ রয়েছে ভারতে। তাই আলোচনা চলছে। এই বিশাল নদীতে যদি বর্ষার পানি বা উজানের পানি সংরক্ষণ করা যায় তাহলে আমাদের শুষ্ক মৌসুমে পানির অভাব হবে না। ভবিষ্যতে পানি ওখান থেকে আসবে। এতে দক্ষিণাঞ্চলের আর্সেনিক সমস্যা ও অতি লবণাক্ততা অনেকাংশে কমে যাবে।’

তিনি আরো বলেন, ‘বর্জ্য পানি ব্যবস্থাপনা নিয়ে সরকার পলিসি ও আইন করছে। আমরা একটা নীতিমালা তৈরি করছি যাতে পানি যাতে অপচয় না হয় এবং পানির দূষণ কমানো যায়। এ ছাড়া শহরের মতো গ্রামের মানুষের জন্য পানি ব্যবস্থাপনা করতে হবে। তাদের সুপেয় পানি যেমন সাপ্লাই দিতে হবে, তেমনি বর্জ্য ব্যবস্থাপনা জোরদার ও কার্যকর করতে হবে। কেননা কোনো একটি গোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়।’

অনুষ্ঠানে জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খান বলেন, ‘একটি দেশের উন্নয়নের সিংহভাগ নির্ভর করে পানির ওপর। কৃষি, শিল্প, পশু পালনসহ সবকিছুই নির্ভর করে পরিষ্কার পানি সরবরাহের ওপর। আমরা যদি ২০২১ সালে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে চাই বা ৩০৪১ সালে উন্নত দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই তাহলে সামগ্রিক পানি ব্যবস্থাপনা কার্যকর করতে হবে। এর কোনো বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘তবে পানির সুষ্ঠু ব্যবহার কীভাবে করা যায় তার জন্য আমরা ডেল্টা প্ল্যান করতে চলেছি। এই ডেল্টা প্ল্যানের ভেতরে সবকিছু বলা থাকছে। কীভাবে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে তার নির্দেশনাও রয়েছে। এ বছরের জুলাই মাসের মধ্যে এটি শেষ হবে বলে ধরা হচ্ছে। পানিসম্পদমন্ত্রী এ কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন। তার নির্দেশনায়, এক্সপার্টদের সহযোগিতায় এবং কনসালট্যান্টদের পরামর্শে এটি করা হচ্ছে। এ প্ল্যানের মধ্যে যেমন রয়েছে পার্বত্য অঞ্চল, তেমনি বরেন্দ্রভূমি, আরবান অঞ্চল, কোস্টাল এরিয়া সব অঞ্চলকেই অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাই পানির সামগ্রিক ব্যবস্থাপনা সিস্টেম চালু করা বিশেষ জরুরি। এটা একটা বড় চ্যালেঞ্জ। সে কারণে মিডিয়াকে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে।’

এ অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় করে- ওয়াটার ফোরাম, ফ্রেশ ওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক, সাউথ এশিয়া বাংলাদেশ, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এবং ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কোলাবোরেশন কাউন্সিল (ডব্লিউএসএসসিসি)।