ত্রাণ বিতরণ করলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দানের ভান্ডার খুলে দিয়েছেনঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মোঃ আসিফুল ইসলাম; নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর, কালিয়াকৈর, চাপাইর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ত্রাণ বিতরণ করলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাংলাদেশ ইনস্ট্রাক্টর এসোসিয়েশন কার্যকরী সভাপতি ও ইউনিয়ন আহ্বায়ক সম্মানিত সদস্য মোঃ মোতালেব সরকার, শামীম সরকার, রাজিব হোসেন, চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, থানার কর্মরত অফিসার, ৩ নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, মেম্বার ও আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দরা।

এসময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক মন্ত্রী তিনি বলেন বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দানের ভান্ডার খুলে দিয়েছে এবং শেখ হাসিনার বাংলাদেশ কেউ না খেয়ে মরবে না শুধু বাংলাদেশ নয় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে তাই আপনারা ঘরে থাকার চেষ্টা করুন দরিদ্র খেটে খাওয়া মানুষ কেউ বাদ যাবে না এর এই ইউনিয়নে আগেও আরো চারবার ত্রাণ বিতরণ করা হয়েছে।
বিজেপি, বিজিএসঃ১৭৪, ১০ টাকা কেজি চাল ১৫০০ জন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ইত্যাদি পাচ্ছেন সামনে ঈদ উপলক্ষে ১২৭৫ জন যার মধ্য ২৫০০ টাকা ও ২০ কেজি করে চাল পাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য সবাই দোয়া করবেন তিনি যেন আপনাদের আরো দিতে পারে

দেশের করোনা ভাইরাস বিস্তার কমছেই না এবং সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে কমতি নেই করোনা ভাইরাস কারণে দারিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য ত্রাণ বিতরণ করেছে সরকার।

বিতরণঃ আরো কালিয়াকৈর ৯টি ইউনিয়নে ত্রাণ বিতরণ করে এডভোকেট মোজাম্মেল হক এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়।