প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগ যুগ বেচে থাকুক -জমি পেয়ে ভুমিহীন মনোয়ার

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ- বাপদাদার বসতভিটা খাস জমি হওয়ায় সবসময় আতংকে থাকি কখন যে বাড়ী ভাংগী দিবে। পরিবার নিয়ে কোথায় যাব কোথায় থাকব এরকম অবস্হার মধ্যে হামার মত গরীব ও ভুমিহীনের পাশে দাড়িয়ে বসতভিটা সহ ২৫ শতক জমির দলিল গরীবের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমার হাতে তুলে দিলে ডিসি স্যার। দীর্ঘদিন পর বাড়ী ও জমির দলিল হাতে পেয়ে ভুমিহীন মনোয়ার আনন্দে আত্বহারা হয়ে অগোছালো ভাবেই এসব কথা গুলো বলছেন।সে আরো বলেন, হামার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগ যুগ বেচে থাকুক। সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকা ভুমি অফিসের উদ্যোগে উপজেলা ভুমি অফিস কার্যালয়ে গোলমুন্ডা ইউনিয়নের ১৪ জন ভুমিহীনের মাঝে ২০ থেকে ২৫ শতক করে জমির দলিল হস্তান্তর করেন নীলফামারীর জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান, গুলমুন্ডা ইউনিয়নের তহসিলদার তহিদুল ইসলাম, সার্ভেয়ার উজ্জল কুমার রায় অফিস সহকারী আব্দুল গফুর প্রমুখ। এর আগে জেলা প্রশাসক জাকির হোসেন উপজেলা চত্বরে ডিজিটাল তথ্য সেন্টারের উদ্বোধন ও জলঢাকা থানা পরিদর্শন করেন।