প্রধানমন্ত্রী স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ায় তাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির গোয়ায় ব্রিকস-বিমসটেক লিডারস সম্মেলনে যোগদান করায় তিনি সম্মানিত বোধ করছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে নিজ টুইটার অ্যাকাউন্টে বাংলা ও ইংরেজিতে এ কথা বলেন নরেন্দ্র মোদি।

টুইট বার্তায় মোদি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, আমার আতিথেয়তা গ্রহণ করায় আমি সম্মানিত। ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজবুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই।’%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%a4-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8

Modi

ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে যোগ দিতে ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে গোয়া নৌবাহিনী ঘাঁটি বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর আগে সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন প্রধানমন্ত্রী।

বিকেলে বিমসটেক লিডারস রিট্রিট ও ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৩ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে শেখ হাসিনা সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে অংশ নেবেন।