প্রধান বিচারপতির কাছে সরকারের বিরুদ্ধে নালিশ দিয়েছেন জয়নুল

নিজস্ব প্রতিবেদক : নবনিযুক্ত প্রধান বিচারপতির কাছে সরকারের বিরুদ্ধে নালিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেছেন, ‘দেশে আজ চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। এই সুযোগে আইন-শৃঙ্খলাবাহিনীর কতিপয় সদস্য ক্ষমতাসীন দলের প্রতি আনুগত্য প্রকাশ করার জন্য ঢালাওভাবে রাজনৈতিক নেতা-কর্মী ও নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করছে। একেকটি মামলায় শত থেকে হাজার জনকে আসামি দেখানো হচ্ছে। আর অবাধে গ্রেপ্তার বাণিজ্য চলছে।’

পুলিশের গ্রেপ্তার ও নির্যাতন হতে রক্ষার জন্য আগাম জামিনের ব্যাপারে হাইকোর্ট বিভাগের ইতিবাচক মনোভাব দেখাতে প্রধান বিচারপতির দৃষ্টি থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রোববার প্রধান বিচাপতির এজলাস কক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ নালিশ করেন।

প্রধান বিচারপতিকে উদ্দেশ করে বিএনপিপন্থি এই আইনজীবী নেতা বলেন, ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিও রক্ষা পায়নি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধেও রাজনৈতিক মামলা দিয়ে মান-সম্মান ক্ষুণ্ন করা হচ্ছে, যা অতীতে আমরা কখনো দেখিনি।’

জয়নুল আবেদীন বলেন, ‘আপনার (প্রধান বিচারপতি) চ্যালেঞ্জ হচ্ছে দেশে আইনের শাসন, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগে যে ক্ষত সৃষ্টি হয়েছে, তা পূরণ করা এবং বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা।’

নতুন এ প্রধান বিচারপতিকে হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগের সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল বলেও স্মরণ করিয়ে দেন আইনজীবী সমিতির এ সভাপতি।