প্রধান বিচারপতি এখন আওয়ামী লীগের কাঠগড়ায়ঃ রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রধান বিচারপতির আয়-ব্যয়ের তদন্ত করতে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের মাঠে নামাকে ‘সরকারের প্রতিশোধ গ্রহণের পালা’বলে মনে করছে বিএনপি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মত ব্যক্ত করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতিকে নিয়ে মন্ত্রী-এমপিদের আক্রমণাত্মক বক্তব্যে সব মহলে যখন সমালোচনার ঝড় উঠেছে, ঠিক তখনই আয়-ব্যয়ের এ তদন্তকে প্রধান বিচারপতির বিরুদ্ধে সরকারের প্রতিশোধ গ্রহণের পালা শুরু হলো বলে সবাই মনে করছে।’

তিনি আরো বলেন, ‘প্রধান বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় এটি আরো স্পষ্টভাবে প্রমাণিত হলো- সরকার যাদেরকে তার বিরোধী পক্ষ মনে করে, তাদের বিরুদ্ধেই দুদক-এনবিআরের মতো প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বানোয়াট মামলা দায়ের করে।’

সর্বোচ্চ আদালতকে নতজানু রাখতে সরকার ‘পোড়ামাটি নীতি’গ্রহণ করেছে বলেও অভিযোগ বিএনপির এই নেতার।

রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধান বিচারপতি এখন আওয়ামী লীগের কাঠগড়ায়। ঠিক যেভাবে বিরোধী দলকে হেনস্তা ও হয়রানি করার জন্য বিএনপির নেতৃবৃন্দের নামে দুদক এবং এনবিআরকে ব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করে কার্যক্রম চালানো হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এই রায়ের পর্যবেক্ষণে যেহেতু পার্লামেন্টকে অপরিপক্ক ও অকার্যকর বলা হয়েছে, সেহেতু বর্তমান সংসদ অবৈধ এবং সেজন্য সরকারও বেআইনি। অতএব নিজেদেরকে ইতিহাসের আবর্জনায় নিক্ষেপ না করে অবিলম্বে পার্লামেন্ট বাতিল করে আওয়ামী জোট সরকারের পদত্যাগ দাবি করছি।’

খাদ্য সংকটে পড়তে পারে দেশ
বন্যা পরবর্তী সময়ে দেশ খাদ্য সংকটে পড়তে পারে, এ আশঙ্কা ব্যক্ত করে রুহুল কবির রিজভী বলেন, ‘একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ ধেয়ে আসছে। দুই-তিন মাসের জন্য পূর্ণাঙ্গ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। বন্যায় মানুষ তীব্র খাদ্যাভাব ও দারিদ্র্যের মুখে পড়ে বড় ধরনের ঝুঁকিতে রয়েছে।’

দেশে খাদ্য ঘাটতি নেই বলে সরকারের পক্ষ থেকে আসা বক্তব্যকে ‘মিথ্যাচার ও চাপাবাজি’হিসেবে অভিহিত করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘তারা (সরকার) মিথ্যার ওপর ভর করেই ক্ষমতায় আছে। দেশের বন্যাদুর্গত এলাকার মানুষ কত যে দুঃখ-কষ্টে আছে তা তারা দেখতে পান না। বন্যার্তরা কেঁদে কেঁদে দুমুঠো ভাত চাচ্ছে। একটু আশ্রয় চাচ্ছে। অথচ আওয়ামী লীগের নেতারা ক্যামেরার সামনে পোজ দিয়েই তাদের ত্রাণকর্মের সমাপ্তি টানছেন। বানভাসী দুঃখী মানুষের প্রতি তাদের কী নিদারুণ পরিহাস।’

বাংলাদেশের খাদ্য ঘাটতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন, উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের আঘাত শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা মিথ্যাচার করে আর পার পাচ্ছেন না। শুধু দেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমই নয়, বিশ্ব সংস্থাগুলোও বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।’

তিনি আরো বলেন, ‘গুদামে খাদ্য নেই। ব্যাংকসহ সমস্ত আর্থিক প্রতিষ্ঠান লুট করে শূন্য ভাণ্ডারে পরিণত হয়েছে। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটের কারণে দেশের ৯০ ভাগ সড়ক-মহাসড়ক এখন খানাখন্দে বেহাল দশা। খানাখন্দ ও ভাঙা সড়কে মানুষ কীভাবে ঈদে বাড়ি যাবে, সর্বত্র তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে। অথচ জনগণের টাকা আত্মসাৎ করে আওয়ামী লীগ চালাচ্ছে উৎসবের ঘনঘটা। আওয়ামী নেতাদের লুটের টাকায় কানাডায় বেগমবাজার আর মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি হচ্ছে।’

সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ‘বেআইনি গুম, অপহরণ ও গুপ্তহত্যা চলমান রাখতে সরকার নিজেই দায়িত্ব নিয়েছে। ক্ষমতা যেন হাতছাড়া না হয় সেজন্যই এই রক্তশীতল করা পরিকল্পনা।’