প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন দ্রুত আপগ্রেডের দাবি

নিজস্ব প্রতিবেদক : প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন দ্রুত আপগ্রেডের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভায় এ দাবি জানানো হয়।

সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিগগিরিই নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করার এবং বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান শিক্ষদের বেতন নির্ধারণী জটিলতা ও সহকারী শিক্ষকদের বেতন আপগ্রেডে সময়ক্ষেপণ করলে কর্মসূচি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সহকারী শিক্ষকদের পদোন্নতি দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন গাজীউল হক চৌধুরী, শফিকুর রহমান, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, গোলাম মোস্তফা, মহিব উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মীর মহিবুর, শাখাওয়াত হোসেন, সেতারা বেগম, জাহিদ রব্বানী, জাফুরুল্লাহ সরকার।