প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভার আয়োজন

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে ভার্জিনিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সংকটের সময় সাহসী ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রবাসীদের কাছে আমার অনেক ঋণ। তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশে ফেরার প্রাক্কালে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ১ হাজার ১০০ প্রবাসী আমার সঙ্গে দেশে গিয়েছিলেন। তাদের সাহসী ভূমিকায় আজও আমি বেঁচে আছি। সে কারণে আল্লাহর রহমতে এখনো আমি দেশের সেবা করতে পারছি।’

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ‘টাইসন কর্নার’র রিটজ কার্লটন হোটেলের বলরুমে স্থানীয় সময় বুধবার বিকেল ৩টায় বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিদের সৌজন্যে এই মতবিনিময় সভায় আয়োজন করা হয়।

তবে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর কারণে সভায় তেমন কোনো আনুষ্ঠানিকতা ছিল না। প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটার কথা থাকলেও তা বাতিল করা হয়। এ ছাড়া ওয়াশিংটনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাদাভাবে বৈঠকের কথা থাকলেও তা করেননি প্রধানমন্ত্রী।

সভায় প্রায় ৫০ মিনিট বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তাতে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর খুনি উল্লেখ করে তিনি বলেন, ‘হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন। আর যতদিন ক্ষমতায় ছিলেন, ততদিন ষড়যন্ত্রের মাধ্যমেই ছিলেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। অপরাধীদের বিচার হচ্ছে। জাতির জনকের হত্যার বিচার হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার চলছে। জাতীয় চার নেতা হত্যার বিচারসহ সব হত্যাকাণ্ডের বিচার আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে। স্বাধীন বাংলায় দেশবিরোধীদের ঠাঁই হবে না।’

যারা নির্বাচনের নামে মানুষ হত্যা করছে, তারাই সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের মূল হোতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা দেশে জঙ্গিবাদকে মদদ দিচ্ছে তাদের বিচার হবে।

ডিজিটাল বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করতে সরকার যুগান্তকারী অনেক পদক্ষেপ নিয়েছে। দেশের তৃণমূল পর্যায়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে ৪ হাজার ৫৫০টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। তৈরি করা হয়েছে বিশ্বের অন্যতম বিশাল ন্যাশনাল ওয়েব পোর্টাল। কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এ পোর্টালের সংখ্যা প্রায় ২৫ হাজার। দেশের সবগুলো উপজেলাকে আনা হয়েছে ইন্টারনেটের আওতায়। টেলিযোগাযোগের ক্ষেত্রে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে বর্তমানে বাংলাদেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ এবং ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৪ কোটি ৪৬ লাখ।’

বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকারের সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬ হাজার ৩২৩ মেগাওয়াট বিদ্যুৎ সংযোজন, যার ফলে বিদ্যুতের সুবিধাভোগীর সংখ্যা ৪৭ শতাংশ থেকে বেড়ে ৬২ শতাংশে দাঁড়িয়েছে। সেই সঙ্গে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২২০ কিলোওয়াট থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ কিলোওয়াটে। নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে ৩৫ লাখ গ্রাহককে। নির্মাণ করা হয়েছে নতুন ৬৫টি বিদ্যুৎকেন্দ্র।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবন সংগ্রামকে কেন্দ্র করে রচিত জয়ীতা প্রকাশনীর ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশের জন্য সংগ্রাম’ শিরোনামে ব্যতিক্রমী দ্বৈত ভাষায় রচিত স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রকাশনীর সত্ত্বাধিকারী সাংবাদিক ইয়াসিন কবির জয় প্রকাশনাটির একটি কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে ওখানকার স্থানীয় সময় ২৯ সেপ্টেম্বর বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পথে যাত্রা করবেন। প্রধানমন্ত্রী বাংলাদেশে পৌঁছবেন শুক্রবার।